Bangla24x7 Desk : ডিসেম্বরে রাজ্যে তৃণমূল সরকার ফেলার প্রস্তাব নিয়ে এবার সরাসরি সিপিএমের দ্বারস্থ বিজেপি। সোমবার কালীপুজোয় যখন গোটা রাজ‌্য মেতে, উৎসবের সেই আবহেই শিলিড়িতে প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা তথা শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর বাড়িতে হাজির হন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তৈরি হয়েছে। সূত্রের খবর, অশোক ভট্টাচার্যকে তাঁদের সরাসরি প্রস্তাব,  মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সরকার ডিসেম্বরেই ফেলে দেব। আপনারা সঙ্গে থাকুন।

ঘটনা জানাজানি হওয়ায় মুখরক্ষায় তাকে সৌজন‌্য সাক্ষাৎকার বলে চালানোর চেষ্টা করা হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত উলটে ঘটনার অভিমুখ অশোক ভট্টাচার্যের দিকে ঘোরাতে চান। বলেন, “ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়ার জন্য সব ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছে বিজেপি। এ কথা শোনার পর এর ডিটেইলস জানতে চান অশোক।” যদিও শঙ্কর ঘোষের দাবি, “নেহাতই সৌজন্য সাক্ষাৎ। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে মিথ্যা প্রচার করছে।” এদিকে শিলিগুড়ির প্রাক্তন মেয়রের দাবি, “এরকম ঠুনকো রাজনীতি করি না। বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন ওঁরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *