Bangla24x7 Desk : রাশিয়ায় মোদি-পুতিন ‘সখ্য’ ! ‘ঈর্ষার চোখে দেখছে’ – পরোক্ষে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার ? ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে, ৮ ও ৯ জুলাই মস্কো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর, এই প্রথম পুতিনের দেশে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতা দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ‘কূটনৈতিক সহযোগী’ ভারতকে কড়া বার্তা দিল আমেরিকা। সেদেশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে তারা ‘উদ্বিগ্ন’।
এছাড়াও আমেরিকার দাবি দ্বিপাক্ষিক বৈঠকে মোদি যেন রাশিয়াকে মনে করিয়ে দেন, রাষ্ট্রসংঘের সনদ মেনেই ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়া উচিত। সোমবার রাশিয়ায় পৌঁছেছেন মোদি। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন বিদেশদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, “ভারতের কাছে আমাদের অনুরোধ, তারা যেন রাশিয়াকে স্পষ্ট করে বলে দেয় যে ইউক্রেন যুদ্ধের সমাধান রাষ্ট্রসংঘের সনদ মেনে হওয়া উচিত যাতে ইউক্রেনের অখণ্ডতা বজায় থাকে। রাশিয়ার সঙ্গে যেসমস্ত দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, প্রত্যেকের কাছেই আমরা একই অনুরোধ করি।” ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর এই শীর্ষ বৈঠক “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে মনে করছে ক্রেমলিন। রবিবার (৭ জুলাই), তারা বলেছে, পশ্চিমী দেশগুলি ভারতীয় প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ‘ঈর্ষান্বিত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মস্কো সফরকে তারা ‘ঈর্ষার চোখে দেখছে’।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “অবশ্যই, এই বৈঠকের অ্যাজেন্ডাটি অনেক বিস্তৃত। বলা যেতে পারে অত্যন্ত ব্যস্ততা থাকবে। এটি একটি সরকারি সফর হলেও, আমরা আশা করছি, দুই রাষ্ট্রপ্রধান অনানুষ্ঠানিক ভাবেও একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, রুশ-ভারত সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের স্তরে রয়েছে। তিনি বলেন, “আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ সফরের প্রত্যাশা করছি। পশ্চিমী নিষেধাজ্ঞা উড়িয়ে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করেছে রাশিয়া থেকে। এর আগে, ২০১৯ সালে শেষবার রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব রাশিয়ার শহর ভ্লাদিভস্তকে এক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১-এ ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছিলেন ভ্লাদিমির পুতিন।