Bangla24x7 Desk : ভয়ংকর বাইক দুর্ঘটনার হাসপাতালে ভরতি ছিলেন ওঁরা। কার্যত মৃত্যুর মুখ থেকে ফেরে দম্পতি। সেই সঙ্গে চুরমার হয়ে যায় অতীত! সন্তানদের চিনতে পারছিলেন না প্রৌঢ়। এমনকী স্ত্রীকে নতুন করে বিয়ের প্রস্তাব দেন। আসলে বাইক দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি। ২০২১ সালে বাইক দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান ব্যক্তি। জ্ঞান ফেরার পর ভাবেন ১৯৯৩ সাল। সেই মতো নিজের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে স্বামীর আচরণে ভেঙে পড়েন স্ত্রী। তবে এখন অনেকটাই ভাল আছেন অ্যান্ড্রু।

২০২১ সালের জুন মাসে ভয়ংকর বাইক গুরুতর জখম হন আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টি ও অ্যান্ড্রু ম্যাকাঞ্জি। একাধিক অস্ত্রোপচার হয় উভয়ের। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়। দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে জ্ঞান হারান অ্যান্ড্রু। দিন সাতেক পরে জ্ঞান ফেরে তাঁর। তবে জেগে উঠেছিলেন সেই ১৯৯৩ সালে। চোখ খুলেই হুইলচেয়ারে বসা ক্রিস্টিকে দেখতে পান অ্যান্ড্রু। ভাবেন, হাসপাতালে নার্সের কাজ করছেন ক্রিস্টি। কিন্তু স্ত্রী হুইলচেয়ারে কেন? উত্তর পাচ্ছিলেন না।

ক্রিস্টি জানান, তিনি নিজে সেরে ওঠার পর চিকিৎসকদের বিশেষ অনুমতিতে অ্যান্ড্রুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। যদিও শুরুতে কাউকেই চিনতে পারছিলেন না। এমনকী নিজের সন্তানদের চিনতে পারেননি। মানসিক ভাবে ১৯৯৩ সালে থেকে যাওয়া অ্যান্ড্রু নিজের স্ত্রীকে নতুন করে বিয়ের প্রস্তাব দেন। অ্যান্ড্রু নিজেও জানান, “জ্ঞান ফেরার পর আমি কেবল ক্রিস্টিকে চিনতে পেরেছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *