Bangla24x7 Desk : আলোর উৎসবের আগে দেশের কোভিড গ্রাফ যথেষ্ট উদ্বেগজনক। বস্তুত দৈনিক পরিসংখ্যানে তেমন কোনও ওঠাপড়া নেই। দেশের সাম্প্রতিকতম করোনা পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। বৃহস্পতিবার প্রায় একইরকম ছিল সংক্রমণের মাত্রা।
দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২,১১৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২,১৪১। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৮২ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ২৫ হাজার ৩৭, যা মোট আক্রান্তের তুলনায় ০.০৬ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.১৩ শতাংশ। আর সাপ্তাহিক হার ০.৯৭%।
মহারাষ্ট্রে দাপট দেখাতে শুরু করেছে ওমিক্রনের অতি বিপজ্জনক XBB সাব ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশে ওমিক্রনের এই উপপ্রজাতি মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে XBB ভাইরাসের হদিশ মিলেছিল। যার জেরে দীপাবলির আগে উদ্বেগ বাড়ছে।