Bangla24X7 Desk : শুক্রবার বিজেপির নতুন রাজ্য অফিসের গৃহপ্রবেশ। সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির নতুন রাজ্য অফিসের উদ্বোধন হতে চলেছে। সনাতনী রীতিনীতি মেনে পূজার্চনার মাধ্যমে বেলা ১টায় স্বাস্থ্য ভবন লাগোয়া বিজেপির নতুন অফিসের গৃহপ্রবেশ হবে। মূলত রাজ্য বিজেপি অফিস এতদিন পরিচালিত হত ৬ নম্বর মুরলিধর সেন লেন এবং হেস্টিংস কার্যালয় থেকে। এবার থেকে হেস্টিংস কার্যালয় থেকে পুরোপুরি পাট চুকিয়ে দিয়ে মুরলিধর সেন লেন এবং সল্টলেকের নুতন অফিস থেকেই রাজ্য কমিটির কাজ পরিচালনা করা হবে বলে বিজেপি সূত্রের খবর।
বর্তমানে বিজেপির মূল রাজ্য দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেনে অবস্থিত। তবে সেই মুরলীধর সেন লেনের অফিস এখনই পাকাপাকিভাবে সম্পূর্ণ স্থানান্তর না করে হেস্টিংস এবং মুরলীধর সেন লেনের কয়েকটি বিভাগ আপাতত সরে যাচ্ছে সল্টলেক সেক্টর ফাইভের নতুন কার্যালয়ে। যদিও হেস্টিংস- এর অফিসটি পুরোপুরি ছেড়ে দিচ্ছে বিজেপি বলে সূত্রের খবর। বিজেপি সূত্রের খবর , সেক্টর ফাইভের একটি কমার্শিয়াল কমপ্লেক্সে তিনটে ফ্লোর নেওয়া হয়েছে দলীয় কার্যালয় করার জন্য। দলের আইটি, সোশ্যাল মিডিয়া, মিডিয়া সেল, অফিস বেয়ারার-সহ অন্যান্য সব কাজ পরিচালিত হবে এবার থেকে এক ছাতার তলায় থেকে। এক কথায় কর্পোরেট ধাঁচে চলবে এবার থেকে রাজ্য বিজেপির নতুন দফতর।
গেরুয়া শিবিরের নতুন সেক্টর ফাইভ অফিসের সূচনা পর্বে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ পদ্ম শিবিরের অন্যান্য নেতৃত্ব। বিশেষ করে আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা ভোটের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হবে সেক্টর ফাইভের এই নয়া অফিস থেকেই বলে জানান এক বিজেপি নেতা।