Bangla24x7 Desk : ২০০৪-০৫ থেকে ২০২০-২১ অর্থবর্ষে জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের অজানা সূত্র থেকে আয়ের পরিমাণ ১৫ হাজার ৭৭.৯৭ কোটি টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের এক সমীক্ষায় সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য। শুধু ২০২০-২১ অর্থবর্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অজ্ঞাত সূত্র থেকে আয় ৬৯০.৬৭ কোটি টাকা। জাতীয় দলগুলির অংশীদারিত্ব ৪২৬.৭৪২ কোটি টাকা। এই তালিকায় রয়েছে কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল, আপের মতো রাজনৈতিক দলগুলি।

আয়কর রিটার্ন ও নির্বাচন কমিশনে দাখিল করা ডোনেশনের তুলনা করে যে সমীক্ষা করা হয়েছে, তাতে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের ১৭৮.৭৮২ কোটি টাকার কোনও হিসাব নেই। অজানা সূত্র থেকে মোট আয়ে কংগ্রেসের ঘরেই ৪১.৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি। এই খাতে তাদের আয়ের পরিমাণ ১০০.৫০২ কোটি টাকা। যা অন্যান্য দলের সম্মিলিত ভাগের ২৩.৫৫ শতাংশ। এছাড়াও অজানা সূত্র থেকে আয়ের তালিকায় রয়েছে তৃণমূল , সিপিএম , সিপিআই , আম আদমি পার্টি , বহুজন সমাজ পার্টি , ন্যশানাল পিপলস পার্টি।

সন্দেহতজনক আয়ের উৎসের তালিকায় ২৭টি আঞ্চলিক দলকেও রাখা হয়েছে। সেগুলির মধ্যে অন্যতম এআইএডিএমকে, এজিপি, ফরওয়ার্ড ব্লক, মিম, এআইইউডিএফ, বিজেডি, সিপিআইএমএল, ডিএমডিকে, ডিএমকে, জিএফপি, জেডিএস, জেডিইউ, জেএমএম, কেসিএম, এমএনএস, এনডিপিপি, এনপিএফ, পিএমকে, আরএলডি, এসএডি, এসডিএফ শিবসেনা, এসকেএম, টিডিপি, টিআরএস ও ওয়াইএসআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *