Bangla24x7 Desk : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্রের পরই ভারতে বিবিসি-র দু’টি প্রধান দফতর হানা দিল আয়কর দফতর৷ এ দিন সকালেই দিল্লি এবং মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর৷ তল্লাশি চলাকালীন বিবিসি-র সাংবাদিকদের ল্যাপটপ এবং মোবাইল ফোন নিজেদের হেফজাতে নি়য়েছেন আয়কর দফতরের আধিকারিকরা৷ তল্লাশি চলাকালীন এই দু’টি অফিসই সিল করা থাকবে৷ তল্লাশি সম্পর্কে কোনও তথ্য কাউকে না জানানোর জন্যও বিবিসি-র কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷
কংগ্রেস অভিযোগ করেছে, যেহেতু বিবিসি-র তথ্যচিত্রে যেহেতু গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদির দিকে আঙুল তোলা হয়েছে, সেই কারণেই এবার বিবিসি-কে নিশানা করছে মোদি সরকার৷ সূত্রের খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে কর ফাঁকি এবং লেনদেনের ক্ষেত্রে অনিয়ম নিয়ে বিবিসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগের সূত্র ধরেই সংস্থার দফতরে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা৷ জানা গিয়েছে, বিবিসি-র দিল্লি দফতরে আয়কর দফতরের ২০ জনের একটি দল হানা দিয়েছে৷ অন্যদিকে, বিবিসি-র মুম্বইয়ের স্টুডিওতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা৷
সম্প্রতি গুজরাত হিংসা এবং তাতে নরেন্দ্র মোদির ভূমিকাকে নিয়ে বিবিসি-র একটি তথ্যচিত্রকে নিয়ে তীব্র বিতর্ক ছড়ায়৷ ওই তথ্যচিত্রে যা দাবি করা হয়েছে, তা অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে কেন্দ্রীয় সরকার৷ ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াগুলিতে এই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করে কেন্দ্র৷ তার পরেই বিবিসি দফতরে আয়কর দফতরের আধিকারিকরা যাওয়ায় এই পদক্ষেপ ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে৷ দলের নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘‘এই ঘটনা প্রমাণ করছে বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে নরেন্দ্র মোদী সরকারের।’’
‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে তদন্তের জন্য গত দু’সপ্তাহ ধরে সংসদে ধারাবাহিক ভাবে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানিয়েছেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদেরা। কিন্তু সেই দাবি না মেনে এক মাসের জন্য সংসদের বাজেট অধিবেশন মুলতুবি করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই প্রসঙ্গের উল্লেখ করে জয়রাম বলেন, ‘‘আমরা চেয়েছিলাম জেপিসি। কিন্তু দেখছি কেন্দ্রের নজর শুধু বিবিসির দিকে।’’