Bangla24X7 Desk : রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে অভিনেতা বনি সেনগুপ্তকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আগামী মঙ্গলবার টলিউড অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (ইডির দফতর) হাজিরা দিতে বলা হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার প্রায় ১০ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কুন্তলের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের তথ্য জানার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইডির দফতরে বনির হাজিরা ঘিরে শোরগোল পড়ে যায়। এই প্রথম এই কাণ্ডে কোনও টলি অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার দুপুরে হাজিরাও দেন তিনি। দু দফার প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। সূত্রের খবর, বনি দাবি করেছেন, কুন্তল গাড়ির জন্য টাকা দিয়েছেন তাঁকে। যার বিনিময়ে কুন্তলের একাধিক শো করে দিয়েছেন অভিনেতা। ইডি সূত্রে খবর, বনি সেনগুপ্তের বক্তব্যে অসংগতি রয়েছে। সেই কারণেই আগামী মঙ্গলবার গাড়ির নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে বনিকে। প্রসঙ্গত, বনি সেনগুপ্ত গতকালই দাবি করেছিলেন, যে গাড়িটি কেনার জন্য কুন্তল তাঁকে টাকা দিয়েছিল, সেটি বিক্রি করা হয়ে গিয়েছে। গতকাল বনি ইডি দপ্তর থেকে বেরিয়ে আক্ষেপের সুরে বলেন, কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে জড়িত, তা জানলে টাকা নিতেন না। তাঁর থেকে টাকা নেওয়া ঠিক হয়নি।