Bangla24x7 Desk : ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে এমসিজি-তে বাজানো হয় প্রথামাফিক দুই দেশের জাতীয় সংগীত ! ভারতের জাতীয় সংগীত যখন বাজতে শুরু করে, তখন অধিনায়ক রোহিত শর্মার অভিব্যক্তিতে আটকে যায় ক্যামেরার ফোকাস। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যখন নেপথ্যে ‘জনগণমন’ বাজে, তখন তাঁর এক আলাদা অনুভূতি হয়।
সে বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন! হাজার হাজার ভারতীয় ফ্যান উঠে দাঁড়িয়ে গলা মেলাচ্ছিলেন বিরাট-রোহিতদের সঙ্গে। এহেন পরিবেশে রোহিতের চোখ ভিজে এসেছিল। নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। রোহিতের এই ছবি মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। দেখার পর প্রতিটি ভারতীয়র গায়ে কাঁটা দিতে বাধ্য।