Bangla24x7 Desk : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করল ভারত। ১১ সেপ্টেম্বর অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “রানি এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে ১১ সেপ্টেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সমস্ত সরকারি দপ্তর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন তিনি। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতেন। বৃহস্পতিবার রাজপরিবারকে চিরতরে বিদায় জানালেন সেই রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণও করেন টুইটারে।
ব্রিটেনের স্থানীয় সময় দুপুর নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি। গতকাল রাতে বালমোরাল ক্যাসলেই ছিল তাঁর মরদেহ। শুক্রবার রানি এলিজাবেথের নশ্বর দেহ লন্ডনে নিয়ে যাওয়া হবে। দশ থেকে এগারো দিন পর রানির রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।