Bangla24x7 Desk : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার উদ্ধারকারী ভারতীয় দলটি ড্রিলিং মেশিন-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে রওনা দিয়েছে। মঙ্গলবার উদ্ধারকারী দলেও তুরস্কের রওনা দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
তুরস্ক এবং সিরিয়ার এই বিপর্যয়ে দু’দেশে পাশে দাঁড়িয়েছে ভারত। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের একটি টুইটের প্রত্যুত্তরে বিপর্যয়ে মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘‘শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সেরে উঠুন। তুরস্কের এই ভূমিকম্পের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত রকম সাহায্য নিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত।’’