Bangla24x7 Desk : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শিক্ষানবীশ পদে হচ্ছে এই নিয়োগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
IOCL Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ
১০ নভেম্বর থেকে এই পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। এই শিক্ষানবীশ পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর ২০২২। এই নির্দিষ্ট সময়ের বাইরে কোনও আবেদনপত্র গ্রহণ করবে না সংস্থা। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।মনে রাখবেন, সারা দেশে সংস্থার অফিসগুলিতে এই পদে নিয়োগ হবে।
Jobs In IOCL: Apprentice 465
EASTERN REGION PIPELINES (ERPL)
West Bengal 45
Bihar 36
Assam 28
UP 18
NORTHERN REGION PIPELINES (NRPL)
Haryana 40
Punjab 12
Delhi 22
UP 24
Uttarakhand 6
Rajasthan 3
Himachal Pradesh 3
SOUTH EASTERN REGION PIPELINES (SERPL)
Odisha 48
Chhattisgarh 6
Jharkhand 3
SOUTHERN REGION PIPELINES (SRPL)
Tamil Nadu 34
Karnataka 7
WESTERN REGION PIPELINES (WRPL)
Gujarat 87
Rajasthan 43
Total 465 Posts
Jobs In IOCL: শিক্ষাগত যোগ্যতা
টেকনিশিয়ান শিক্ষানবিশ- মেকানিক্যাল তিন বছর (অথবা ন্যূনতম এক বছরের আইটিআই-এর পরে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দুই বছর) ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় পূর্ণ-সময়ের ডিপ্লোমা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থাকবে হবে চাকরিপ্রার্থীর। এই বিষয়ে বিশদে জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।