Bangla24x7 Desk : বৃহস্পতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপথেকে বিদায় নিয়েছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই বিপর্যয়ের দায় কার, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এহেন পরিস্থিতিতে জানা গেল, কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ভি ভি এস লক্ষ্মণকে। নিউজিল্যান্ড সফরে ভারতের ‘হেডস্যর’ হয়ে তিনিই যাবেন। বিশ্রাম দেওয়া হবে রাহুল দ্রাবিড়কে। শুধু দ্রাবিড়ই নন, নিউজিল্যান্ড সফরে দুই সহকারী কোচকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকেই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে।

বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্ব থাকবে লক্ষ্মণের কাঁধে। বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। তাঁর বদলে নিউজিল্যান্ড সফরে যাবেন হৃষিকেশ কানিতকর। বোলিং কোচ পারস মামরের বদলে নিউজল্যান্ডের বিমান ধরবেন সাইরাজ বাহুতুলে। নিউজিল্যান্ডে সব মিলিয়ে ছ’টি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে দুই দল মুখোমুখি হবে। আগামী শুক্রবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে মেন ইন ব্লু।

তবে এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন-এই সিরিজে কেউই খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেতৃত্বে দেবেন শিখর ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কামব্যাক করবেন রোহিত-কোহলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *