Bangla24X7 Desk : ভারতের ঝুলিতে এল এ বছরের দ্বিতীয় অস্কার! ভারতের জন্য স্মরণীয় মুহূর্ত। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর পর এ বার সেরা মৌলিক গানের বিভাগে অস্কার পেল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’! ছবির কলাকুশলীদের কাছে মুহূর্তটা ছিল খুব ‘স্পেশাল’।

দুই অভিনেতার সাজেই ছিল ভারতীয় ছোঁয়া। স্যুট নয়, ভারতীয় বেশেই অস্কার অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হলেন রামচরণ ও এনটিআর জুনিয়ার। ‘নাটু নাটু’ গানের দৃশ্যের মতো দুই অভিনেতার অস্কারের পোশাকে ছিল অদ্ভুত মিল। দু’জনের পরনেই কালো রং। রামচরণ পরেছিলেন কালো কুর্তা-পাজামা, উপরে কালো ভেলভেটের জোধপুরী কোট। পকেটে বড় সোনালি রঙের ব্রোচ! পায়ে কালো বুট! অস্কারে রামচরণের সঙ্গী ছিলেন স্ত্রী উপাসনা কামিনী। উপাসনার পরনে ছিল আইভরি রঙের সিল্কের সাড়ি। সাদা সাদা-কালা কালায় জুটির সাজ ছিল অনন্য।

জুনিয়র এনটিআরের পরনে ছিল কালো শেরওয়ানি। পোশাক জুড়ে খুব বেশি কারুকাজ না থাকলে বাঁ হাতের উপরে ছিল হিংস্র বাঘের নকশা করা সোনালি-রুপোলি পাথরের কাজ। পায়ে কালো বুট। দুই অভিনেতার সাজেই ছিল ভারতীয় ছোঁয়া। পরিচালক রাজা মৌলির সঙ্গেও অস্কারের অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হয়েছেন রামচরণ-জুনিয়র এনটিআর। ‘গোল্ডেন গ্লোব’-এর পর অস্কার জয়, ‘আরআরআর’-এর এই সাফল্যে আনন্দের উচ্ছ্বাসে ভাসছেন ছবির কলাকুশলীরা। দক্ষিণী সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত বলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *