Bangla24x7 Desk : ভারত-পাক সীমান্ত লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাক ড্রোন। সোমবার এই ঘটনা ঘটেছে পাঞ্জাবে। কোনও রকম বিপদ ঘটার আগে সীমান্তরক্ষী বাহিনী গুলি করে নামায় সন্দেহজনক ড্রোনটিকে। উল্লেখ্য, এই নিয়ে গত দশ দিনে চতুর্থ পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা ঘটল। প্রতিক্ষেত্রে ড্রোনগুলিকে গুলি করে নামায় সেনা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে , পাঞ্জাব সীমান্তের রজতাল গ্রামের কাছে আকাশে সোমবার সকাল সাতটা চল্লিশ নাগাদ দেখা যায় ড্রোনটিকে। দেখামাত্র সেটিকে গুলি করে নামায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফের এক মুখপাত্র জানান, পরে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত এক সপ্তাহে পাঞ্জাব সীমান্তে তিনটি ড্রোনকে গুলি করে নামায় সেনা। দশ দিনে সংখ্যাটা চার।

গত বছর জম্মুতে বড়সড় ড্রোন হামলার ঘটনায় রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছিল দিল্লি। এই অবস্থায় জঙ্গি ড্রোন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনতে চলছে ভারতীয় সেনা । এলওসিতে সেনার শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে পাঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্ত  দিয়ে একের পর এক ড্রোন হামলা হয়েছে ভারতীয় ভূখণ্ডে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *