Bangla24x7 Desk : অপেক্ষার অবসান। জলে নামছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কোচি শিপইয়ার্ড থেকে উদ্বোধন করা হচ্ছে ভারতে তৈরি সবথেকে বড় এই জাহাজ। ভারতের নৌবাহিনীর ইতিহাসে আগে কখনও এত বড় জাহাজ তৈরি করা হয়নি। ২০ হাজার কোটি খরচে তৈরি হয়েছে এই যুদ্ধবিমানবাহী রণতরী। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নৌবাহনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া বিমানবাহী এই যুদ্ধজাহাজকে তুলনা করা হয় একটি শহরের সঙ্গে। আইএনএস বিক্রান্তে ১ হাজার ৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা আছে। ঠিক কত বড় এই জাহাজ, তা বোঝাতে নৌসেনা জানিয়েছে, পরপর দু’টি ফুটবল মাঠকে জুড়ে দিলে যে পরিমাণ জায়গা তৈরি হয় তত বড় রণতরীটি। লম্বায় তা ১৮ তলা বাড়ির সমান। ৩০টি বিমান রাখা যাবে এখানে। রয়েছে ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ ট্যাঙ্কার জ্বালানি ও সর্বমোট ২ হাজার ৪০০টি কামরা। প্রায় এক দশক ধরে নির্মিত আইএনএস বিক্রান্ত নিঃসন্দেহে দেশের গর্ব।

এই যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করে ভারত আমেরিকা, ইউকে, রাশিয়া, চিন ও ফ্রান্সের পাশে নাম লেখাল। এতদিন পর্যন্ত কেবলমাত্র এই কয়েকটি দেশই সম্পূর্ণভাবে দেশের মাটিতে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করতে পারত। আইএনএস বিক্রান্তে যে সব মেশিন বা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, তা নেওয়া হয়েছে ভারতেরই বিভিন্ন সংস্থা থেকে। সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে কি না, তা দেখার জন্যই গত বছরে আগস্টে সমুদ্রে নামানো হয়েছিল বিক্রান্তকে। পরীক্ষামূলক সফরে ফুল মার্কস নিয়েই উত্তীর্ণ হয় কোচি সিপইয়ার্ড লিমিটেডের তৈরি যুদ্ধজাহাজটি। এরপর শুরু হয় পরীক্ষা। অবশেষে শুক্রবার তৈরি হল ইতিহাস। জলে ভাসল আইএনএস বিক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *