Bangla24x7 Desk : মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আবার জয় শ্রী রাম স্লোগান। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন বিজেপি কর্মীরা। হাওড়া স্টেশনে বঙ্গে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস উদ্বোধনের মঞ্চে এমন ঘটনা। কড়া সমালোচনা করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, এসব করে রামকে ‘অপমান’ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনে ‘ছ্যাবলামি’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিনের অনুষ্ঠানে মেজাজ হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজ্যপাল সিভি আনন্দ বোসদের উদ্যোগে পরিস্থিতি তখনকার মতো সামাল দেওয়া যায়।

মমতার ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ”রামকে অপমান করছে। নিশ্চিতভাবে মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু উত্যক্ত করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। মুখ্যমন্ত্রী তো নিজে হিন্দু এবং পুজো করেন। এটা নিয়ে ওনার সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে ওনাকে অপমান করছে না, রামকে অপমান করছে।”

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নয়, স্রেফ আবেগের বশে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *