Bangla24x7 Desk : সাতসকালেই ডায়মন্ড হারবারে পথে নেমেছেন আইনজীবীরা। একেবারে কালো কোর্ট গায়ে দিয়ে মুহুর্মুহু স্লোগান – আদালত চত্বরে প্রতিবাদ মিছিল ডায়মন্ড হারবার আইনজীবীদের। কেন প্রতিবাদ ? কি ঘটনা ? জানা যাচ্ছে , আইন মানছেন না ডায়মন্ড হারবার আইনজীবীরা ! আইন না মেনে চুপচাপ বসে থাকা নয় ! রীতিমত স্লোগান দিচ্ছেন তাঁরা। ভাবুন ! গায়ে কালো কোর্ট ! আইন মানছেন না খোদ আইনজীবীরা। কেন তাঁরা আইন মানছেন না ? আইনজীবীরা আইন না মানলে বিচারপ্রার্থীরা যাবেন কোথায় ? হুলুস্থুলু অবস্থা ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে।

জানা যাচ্ছে , ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি সহ তিন আইন বাতিল করেছে কেন্দ্র। আর তারই প্রতিবাদে ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের আইনজীবীরা। ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা , CRPC আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম – কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলেন ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের আইনজীবীরা। আইন বাতিলের প্রতিবাদে ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত আইনজীবীদের। আদালত চত্বরে প্রতিবাদ মিছিলের পর আইনজীবীদের দাবি , কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের কারণে হয়রানির শিকার হবে আদালতে আসা বিচারপ্রার্থীরা। ঠিক কীভাবে বেকায়দায় পড়বেন সেটাই স্পষ্ট করেছেন আইনজীবীরা।

এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়ানের সভাপতি আইনজীবী সুদীপ চক্রবর্তী জানান , “অত্যন্ত ক্ষতিকর সিদ্ধান্ত। নয়া আইন কার্যকর হলে বিপদে পড়বেন সাধারণ মানুষ। বিচারপ্রার্থীরা হতাশ হবেন। শুধু আইন কার্যকর করাই নয়, বিভিন্ন আইনের একাধিক ধারায় শাস্তিস্বরূপ বিপুল অঙ্কের জরিমানার কথাও ঘোষণা করা হয়েছে। যা আগে ছিল নামমাত্র।” কেন্দ্রে নতুন সরকার গঠনের পর যে তিন নয়া আইন লাগু হবে , তা জানাই ছিল। এই তিন বিকল্প আইনে প্রস্তাব পেশ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এখনই এই আইন কার্যকর না করার আবেদন জানিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। পূর্ব ঘোষণা মতোই ১ লা জুলাই থেকে তা লাগু হয়ে গেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *