Bangla24x7 Desk : করোনায় কাঁপতে চলেছে দেশ ? চীনে করোনার বাড়বাড়ন্তের উদ্বেগ এসে পৌঁছেছে এদেশেও। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই পরিকল্পনা পর্যালোচনা করে প্রস্তুত হতে চাইছে কেন্দ্রীয় সরকার । শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
আশঙ্কায় রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিল করতে অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, দেশে ফের যাতে করোনা মহামারীর রূপ না নেয়, সেদিকে নজর রেখে জাতীয় স্বার্থে ভারত জোড়ো যাত্রা বাতিল করা উচিত। যদিও কংগ্রেস এর নেপথ্যে রাজনীতি দেখছে। কংগ্রেসের দাবি , সোজা পথে যাত্রা রুখতে না পেরে করোনার দোহাই দিচ্ছে সরকার।
শুধু চিন নয়, জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই ফের সতর্ক হচ্ছে ভারত। শীর্ষ কর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকের পর কেন্দ্রের তরফে বেশ কয়েকটি নির্দেশ স্পষ্ট করা হয়েছে। প্রথমত , করোণা আক্রান্ত হলেই নমুনার জিন সিকুয়েন্সিং করতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ইনসাকগ সংস্থায়। দ্রুত আক্রান্ত চিহ্নিতকরণে জিনোম সিকোয়েন্সিং এর প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।