January 22 : ২২ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ? সুকান্তর চিঠি পৌঁছল মমতার দরবারে , মঞ্জুর করবেন মুখ্যমন্ত্রী ?

Bangla24x7 Desk : January 22 : রাম মন্দির উদ্বোধনে রাজ্যে সরকারি ছুটি ? সুকান্ত চিঠি পৌঁছল মমতার দরবারে , মঞ্জুর করবেন মুখ্যমন্ত্রী ? এবার এ রাজ্যেও সোমবার ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের ‘পবিত্র জন্মভূমি পুনরুদ্ধার’-এর কাহিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সভাপতি। চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্ত লিখেছেন ‘আপনার সদুত্তরের আশাপ্রার্থী।’

সুকান্ত মজুমদার লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।’ রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি।

এই উপলক্ষে উত্তর প্রদেশ তো বটেই, একাধিক রাজ্যে স্কুল ছুটি। কোথাও কোথাও বন্ধ থাকবে বিভিন্ন অফিসও। উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ঐ দিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটেছে।

Victoria House : প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা – পুলিশি অনুমতি নেই , হাইকোর্টে গেল নওশাদের ISF

Sujit Bose Enforcement : পুর নিয়োগ দুর্নীতি ! সুজিত বসু -তাপস রায়ের ঠিকানায় কড়া নাড়ল Enforcement Directorate

Visit To Gangesagar : রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য ! তবে নেই কেন্দ্রীয় স্বীকৃতি – গঙ্গাসাগর সফরে আক্ষেপের সুর মুখ্যমন্ত্রীর গলায়

January 22 : ২২ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ? সুকান্তর চিঠি পৌঁছল মমতার দরবারে , মঞ্জুর করবেন মুখ্যমন্ত্রী ?

অনান্য খবর : – Ram Came : মুখে স্মিত হাসি , কপালে সাদা-লাল তিলক – রামলালার পূর্ণ অবয়ব প্রকাশ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের

শুক্রবার রামমন্দিরে ধান্য দিবসের উদ্‌যাপন রয়েছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে আসেন। উত্তর প্রদেশ পুলিশের কমান্ডোরা মোতায়েন আছেন গর্ভগৃহের দরজায়।  ২২ জানুয়ারির অনুষ্ঠানের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা ও ওষুধের ব্যবস্থা-সহ সমস্ত রকম বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। আবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি ঘোষণা Continue Reading