Bangla24X7 Desk : ভারতে এসে ভয়ংকর অভিজ্ঞতা হল এক জাপানি তরুণীর। রংয়ের উৎসবের মাঝেই যৌন হেনস্তার শিকার হন তিনি। অপমানে, ভয়ে, একরাশ ক্ষোভ নিয়েই ভারত ছাড়লেন। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভারতে ঘুরতে এসেছিলেন জাপানের ওই তরুণী। দিল্লির পাহারগঞ্জে ছিলেন তিনি। কিন্তু হোলির দিন রাস্তায় বেরিয়ে ভয়ংকর অভিজ্ঞতা হয় তাঁর। অভিযোগ, তিন যুবক জোর করে ওই তরুণীকে রং মাখিয়ে দেন। তরুণী অস্বস্তি বোধ করতে থাকলেও তাঁকে ছাড়া হয়নি। এমনকী তাঁর মাথায় ডিমও ফাটিয়ে দেন অভিযুক্তরা।
তবে শোনা যাচ্ছে, ওই ঘটনার পর ভারত ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছেন ওই তরুণী। ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) সঞ্জয় কুমার সেইন জানান, ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের মধ্যে একজন নাবালক। জেরায় নিজেদের অপরাধ স্বীকারও করেছেন তাঁরা। পাশাপাশি তিনি এও জানান, কোনও বিদেশিনীকে যৌন হেনস্তার কোনও অভিযোগ জমা পড়েনি পাহারগঞ্জ থানায়। ওই জাপানি তরুণীর পরিচয় জানতে জাপানের দূতাবাসে ই-মেলও করা হয় পুলিশের তরফে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে ওই তরুণী কোনও লিখিত অভিযোগ দায়ের করছেন কি না, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।