Bangla24x7 Desk : এশিয়া ক্যাপে ভারত-পাক ম্যাচের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতারা। নেটপাড়া উত্তাল আলোচনা ও সমালোচনায়। ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে অভিষেকের কটাক্ষ, ‘অমিতব্যয়ী রাজপুত্র জাতীয় গর্বের কথা জানেন না।’
সোমবার টুইটারে অভিষেক লেখেন, ‘জয় শাহের এই জাতীয় পতাকা ধারণ করতে না চাওয়া আসলে শাসক গোষ্ঠীর বৃহত্তর ভণ্ডামির লক্ষণ।’ তাঁর সংযোজন, ‘ওঁরা নাটকে মত্ত থাকেন। কিন্তু মূল্যবোধের বড়ই অভাব। জুমলার সব সীমা অতিক্রম করেছেন। দেশপ্রেমেরও ভীষণ অভাব।’
অভিষেকের শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারত-পাক ম্যাচের জয়ে হাততালি দিচ্ছেন জয়। সে সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি তাঁর দিকে জাতীয় পতাকা বাড়িয়ে দেন। কিন্তু জয় নেতিবাচক ভাবে মাথা দোলান। ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএসের কটাক্ষ, ‘জয় শাহের মধ্যে মনে হয়, তাঁর পূর্বপুরুষ আরএসএসের শক্তিশালী প্রভাব রয়েছে।’