Bangla24x7 Desk : আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় আপাতত স্বস্তিতে আয়োজক চৈতালি তিওয়ারি। হাই কোর্ট থেকে তিনি রক্ষাকবচ পেলেন তিন সপ্তাহের জন্য। এর মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন চৈতালি। এমনই জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তবে ঘটনার তদন্তে চৈতালিদেবীকে সহযোগিতা করতেই হবে বলেও বিচারপতি জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ”তদন্ত না করার নির্দেশই বা কীভাবে চাইতে পারেন ? এফআইআর যিনি করেছেন, তিনি ছিলেন না। তদন্ত চলতে দিতে হবে। নোটিসের উপর স্থগিতাদেশ কেন দেওয়া হবে? সঠিক বেঞ্চে যান।”

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত শুনানিতে চৈতালির আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ”এই ঘটনা দুঃখজনক। কিন্তু ৩০৪ পার্ট টু ধারায় নোটিস দেওয়া হল কীভাবে ? এফআইআরে লেখা হয়, ছোট জায়গায় আয়োজনের জন্য এই দুর্ঘটনা ঘটেছে।” ঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার চৈতালি তিওয়ারির বাড়িতে যায় পুলিশ। তাঁকে বাড়িতে না পেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুলিশ আবার থানায় ফিরে যায়। গত মঙ্গলবার পুলিশ এসেছিল চৈতালির বাড়িতে। তখন একটি পুলিশ নোটিস দিয়ে জানায়, বৃহস্পতিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে। সেইমতো এদিন তাঁর বাড়িতে পুলিশ যায়, কিন্তু বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *