Bangla24x7 Desk : শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। এ দিন সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। আইনজীবী হিসেবে এ দিন থাকবেন সন্দীপন গঙ্গোপাধ্য়ায়। সিবিআই এর আর্জি দেখেই অনুব্রতর জন্য সওয়াল করা হবে বলে সূত্রের খবর। জামিনের জন্য দেওয়া হতে পারে অসুস্থতার যুক্তি।
আসানসোল সিবিআই আদালতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তাঁর গাড়ি আদালত চত্বরে প্রবেশ করার সময় স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ‘জয় বাংলা’, ‘জয় মমতা বন্দ্যোপাধ্যায়’ বলে স্লোগান দেন তাঁরা। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। অনুব্রতর হয়ে তাঁর জামিনের আবেদন জমা করলেন আইনজীবীরা। স্বাস্থ্য সংক্রান্ত কারণে জামিনের আবেদন জানানো হয়েছে এ দিন। সূত্রের খবর, আইনজীবীরা দাবি করেছেন, কঠিন শর্তও মানতে রাজি অনুব্রত।