Bangla24x7 Desk : খাওয়ার পর মুখে একটু মিষ্টি পান খাওয়ার অভ্যাস আপনার রয়েছে ? আবার অনুষ্ঠান বাড়িতে গেলে পানের স্টল দেখলে দাঁড়িয়ে পড়েন ? তাহলে আপনার জন্য রয়েছে সূখবর। খাবারের পর পান খাওয়ার রেওয়াজ অনেক বাঙালি বাড়িতেই ছিল। এখন তা হয়তো কমেছে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা নিয়মিত পান খান। আয়ুর্বেদ অনুযায়ী, পানের গুরুত্ব শুধু মুখশুদ্ধিতেই সীমাবদ্ধ নয়। সেই সঙ্গে একাধিক শারীরিক সমস্যা দূরে রাখে।
নিয়মিত পানপাতা খেলে শরীরের বিপাক হার বৃদ্ধি পায়। বিপাক বার বাড়লে ওজন কমানো সহজ হয়। বাতের ব্যথা কমাতেও পানপাতা কার্যকর। তাই অনেক আর্থারাইটিসের সমস্যায় রোজ পান খেলে উপকার মিলবে। পানপাতা ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। তাই ব্রণ, ফুসকুড়ির মতো ত্বকের সমস্যায় তা ভালো কাজ দেয়। গরমে অনেকের নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা যায়। এই সমস্যায় পান খুব কার্যকর। পানপাতা দ্রুত রক্তকে জমাট বাঁধাতে পারে। এর সঙ্গে পান হজমে সাহায্য করে। পান খেলে হজম ভালো হয়। গ্যাস-অম্বলের প্রবণতা কমে। সর্দি-কাশির থেকেও রেহাই দিতে পারে পান। জলে পানপাতা ফুটিয়ে সেই জল খেলে ঠান্ডা লাগার ব্যাপারে দারুণ উপকার পাবেন।