Khuntipujo : 'খুঁটিপুজো ময়নাগুড়িতে , বিসর্জন মে মাসের শেষে’ - বিজেপির বিদায়ঘণ্টা বাজালেন অভিষেক

Bangla24x7 Desk : Khuntipujo : ‘খুঁটিপুজো ময়নাগুড়িতে , বিসর্জন মে মাসের শেষে’ – বিজেপির বিদায়ঘণ্টা বাজালেন অভিষেক। ১৪ মার্চ জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সেই সভা শুরু করলেন তিনি। আর ময়নাগুড়ির সভা থেকেই বিজেপির বিদায় ঘণ্টা বাজালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ তারিখ ব্রিগেডে হয়েছিল তৃণমূলের ‘জনগর্জন সভা’। সেখান থেকে রাজ্যের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জবাব ময়নাগুড়ি গিয়েদিলেন অভিষেক। বললেন, ‘‘কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে। কথা দিয়ে কথা রাখি’’, বললেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘‘কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি। সেখানকার ৪ লক্ষ ৯৭ হাজার শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে ? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন ? শ্রমিকদের টাকা আটকে। এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনও চিঠি দিয়েছেন কেন্দ্রকে ? এই টাকা খেটে খাওয়া টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে টাকা না দিতে ?’’

Khuntipujo : ‘খুঁটিপুজো ময়নাগুড়িতে , বিসর্জন মে মাসের শেষে’ – বিজেপির বিদায়ঘণ্টা বাজালেন অভিষেক

Rain Across : বঙ্গোপসাগরে বজ্রগর্ভ মেঘের দাপট , রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Calcutta Police : ডায়মন্ড হারবারে চিকিৎসকের মৃত্যু ! গ্রেপ্তার কলকাতা পুলিশের কনস্টেবলের ১০ দিনের পুলিশ হেফাজত

Trinamool Leader Didi : “লোভীদের পছন্দ করি না” – ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ করলেন তৃণমূলনেত্রী ‘দিদি’ মমতা

Didi No 1 : তিনি ভোটের ময়দানে , তাহলে বন্ধ হয়ে যাচ্ছে ‘দিদি নং ১’ ? মুখ খুলেছেন ‘প্রার্থী’ রচনা

অনান্য খবর : – Mamata To SSKM : কপাল ফেটে ঝরছে রক্ত , রক্তাক্ত মমতাকে SSKM নিয়ে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বি জে পির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।’’ মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবর পাওয়া মাত্রই দলীয় বৈঠক থামিয়ে দেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দেব। ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যান তিনি।

অভিষেকের পাশাপাশি এস এস কে এম হাসপাতালে গিয়েছেন লতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়। গিয়েছেন ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির ময়নাগুড়ি তে সভা করেছিলেন অভিষেক। কলকাতা ফিরেই তিনি সোজা মমতার কালীঘাটের বাড়িতে যান অভিষেক। অভিষেক যখন বাড়িতে ছিলেন, সেই সময় Continue Reading