Bangla24x7 Desk : আবার বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা এবং নানা সামগ্রী উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুর এলাকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং বোমা বানানোর বিপুল সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। বৃহস্পতিবার ভাঙড়ের কাশীপুরের নাটাপুকুর আখের পাড়ায় হানা দেয় কাশীপুর থানার পুলিস। নবিরুল মোল্লা নামে এক জনের বাড়ি থেকে উদ্ধার হয় ১১ কোজি বারুদ, ৫ কেজি বিশেষ রংয়ের পাউডার। সাড়ে চার কেজি দড়ি-সহ লোহার নাট বল্টু ও অন্যান্য সামগ্রী। নবিরুলের বাড়ি থেকে পাওয়া গিয়েছে সকেট বোমা তৈরির যন্ত্রাংশ ও বোমার মশলা। উদ্ধার হয়েছে ১০টি মোবাইল ফোন।
তবে পুলিশকে দেখে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় ৪ দুষ্কৃতী। নবিরুলের নবনির্মিত বাড়িতে আসবাব বলতে তেমন কিছুই নেই। গোটা বাড়িজুড়ে বারুদের স্তূপ হয়েছিল। ধৃতের বাড়ি থেকে বোমা তৈরির ব্যবসা চলতো। শুধু তাই নয়, সম্প্রতি সে অস্ত্র তৈরির কাজেও লেগেছিল। তাই বাড়িতে মজুত করা হয়েছিল ওই বিপুল মশলা। পঞ্চায়েত নির্বাচনের আগে ওই বিপুল বোমা তৈরির মশলা উদ্ধারে তাজ্জব পুলিস। আয়োজন দেখে মনে হয় একেবারে বোমা তৈরির ব্যবসা ফেঁদে বসেছিল অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।