Bangla24x7 Desk : প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে। শনিবার পুণের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছরের অভিনেতা। শোনা যায়, পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভরতি হওয়ার পরপরই বিক্রম গোখলেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মাঝে অভিনেতার মৃত্যুর গুজব ছড়ায়। তা দেখেই আবার অজয় দেবগন , রীতেশ দেশমুখের মতো তারকা শোকপ্রকাশ করেন। কিন্তু পরে হাসপাতাল ও অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিক্রম গোখলে বেঁচে রয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

শুধু বলিউডে নয়, মারাঠি ছবি ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বিক্রম গোখলে। প্রায় চার দশকের অভিনয় জীবন তাঁর। ‘হাম দিল দে চুকে সনম’, ‘খুদা গওয়া’, ‘ভুল ভুলাইয়া’, ‘মিশন মঙ্গল’ ‘অগ্নিপথ’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন। ২০১০ সালে মারাঠি ফিল্ম ‘অনুমতি’র জন্য জাতীয় পুরস্কার পান বিক্রম গোখলে। বর্ষীয়ান অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল শিল্পা শেট্টির ‘নিকাম্মা’ ছবিতে। চলতি বছরের জুন মাসে মুক্তি পেয়েছিল ছবিটি।

অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হওয়ারও খবর শোনা গিয়েছিল। কিন্তু শনিবার শেষরক্ষা হল না বলেই খবর। অভিনেতার প্রয়াণে শোকাতুর তাঁর অনুরাগীরা। শোনা গিয়েছে, বালগঙ্গাধর রঙ্গমঞ্চে বিক্রম গোখলের মরদেহ রাখা হবে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা। তারপর পুণের বৈকুণ্ঠ শ্মশানে শেষকৃত্য। সেখানে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *