Bangla24x7 Desk : ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে তৎপর নবান্ন। কীভাবে ফাঁস হল প্রশ্নপত্র, কারা এর সঙ্গে জড়িত, জানতে সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ডিএলএডের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর সোয়া একঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে অভিযোগ। পরীক্ষার শেষের পরই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তখন এই কাণ্ডের পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস করতেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হল বলে মত ওয়াকিবহাল মহলের।