Bangla24x7 Desk : রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দু’জনেরই পাল্লা ভারী। তার উপর আবার একে অন্যের গড়ে গিয়ে সভা করছেন। শনিবারের শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ জোড়া সভা নিয়ে এই শীতেও রাজনীতি পারদ ঊর্ধ্বমুখী ছিল। কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কাঁথিতে সভার শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঙ্কার, “দরজা খুললে তো দলটাই (বিজেপি) উঠে যাবে। ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খোলা যাক।” অভিষেকের এই মন্তব্য়ের পরই গেরুয়া শিবিরে থরহরিকম্প। এবার কার পালা, সেই হিসেবনিকেশ করতে এখন ব্যস্ত তারা।

জনসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী, সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। জানতে চান, “দলের দরজা কি খুলব?” এরপরই তাঁর সংযোজন, “আমি দরজা খুললে তো দলটা উঠে যাবে। শুধু আপনাদের ভাবাবেগের কথা ভেবে দরজা খুলছি না। কী বলেন, দরজা খুলব?” উপস্থিত দর্শকরা দ্বিধাবিভক্ত ছিলেন। কেউ কেউ জবাবে হ্যাঁ বলেন। কারোর উত্তর ছিল না। তবে সদার্থক উত্তরের পাল্লা ভারি থাকায় তৃণমূলের সেনাপতি বলেন, “তাহলে ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দিই।”

কৌশলে অভিষেক বলে রাখলেন, ডিসেম্বরেই ফের বিজেপি শিবিরে ভাঙন ধরতে পারে। ওদিকে অবশ্য ডিসেম্বর নিয়ে হুঙ্কার দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। বললেন, “এই ডিসেম্বরে ডায়মন্ড হারবারে আবার আসব। বিজয় দিবস পালন করব। এক গাড়ি লাড্ডু নিয়ে আসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *