Lifestyle : কথায় কথায় চোখে জল আসে ? এটা কিন্তু আপনার দুর্বলতা নয় ! আপনি এই 'বিশেষ' গুণের অধিকারী

Bangla24x7 Desk : Lifestyle : কথায় কথায় চোখে জল আসে ? এটা কিন্তু আপনার দুর্বলতা নয় ! আপনি এই ‘বিশেষ’ গুণের অধিকারী। আচ্ছা ! কেউ কোন কথা বললে সঙ্গে সঙ্গে আপনার চোখে জল আসে ? বা ধরুন কারোর কোন কথায় আপনি হুট করে কষ্ট পান ? ভাবছেন এটা আপনার দুর্বলতার একটা কারণ ? তাই তো ?  না ! এটা কোন দুর্বলতা নয় , বরং এটা আপনার জন্য শাপে বর হতে পারে ! কারণ কান্নাতেই যে লুকিয়ে আছে সুখ ! অবাক হচ্ছেন ? আজ্ঞে হ্যাঁ ! কান্নাতেই যে মন হয় হাল্কা , উধাও হয়ে যায় মনের অন্দরে জমে থাকা যাবতীয় রোগ-যন্ত্রণা।

তবে জানেন কি এই মানসিকতার লোকজন কিন্তু অনেক পরোপকারী হয়ে থাকেন , এরা কোন ব্যাপারে না বলতে পারেন না , কেউ কোন সাহায্যের কথা বললে সাথে সাথেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় , সহানুভূতির হাত বাড়াতে দ্বিধাবোধ করে না কখনও। তবে হ্যাঁ ! কান্না পাচ্ছে ! এমন পরিস্থিতিতে কান্না আসলেও এরা চোয়াল শক্ত রেখে সেই কান্নার বহিঃপ্রকাশ করতে দেন না। এদের ইমোশনাল কোশেন্ট তুলনামূলক বেশি হয়। এরা বন্ধু হিসাবেও ভালো , সকলকে আপন করে দেওয়ার ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান। বন্ধুত্বের আবেগ এদের কাছে এতটাই মূল্যবান যে চোখ ফেটে কান্না বেরিয়ে আসবার মুহূর্তেও হাসিতেও বন্ধুকে ভরিয়ে রাখে।

ভয় না পেয়ে নিজের আবেগকেই তাঁরা প্রাধান্য দেন। কান্নার মাধ্যমেই স্ট্রেস কমতে থাকে। কান্না আর পাঁচটা আবেগের প্রতিক্রিয়ার মতোই একটি প্রতিক্রিয়া। চোখে জল আসাকে দুর্বলতাকে মনে করা হলেও, হাসির মতোই স্বাভাবিক মানুষের চোখে জল। আচ্ছা ! কেউ কোন কথা বললে সঙ্গে সঙ্গে আপনার চোখে জল আসে ? বা ধরুন কারোর কোন কথায় আপনি হুট করে কষ্ট পান ? ভাবছেন এটা আপনার দুর্বলতার একটা কারণ ? তাই তো ?  না ! এটা কোন দুর্বলতা নয় , বরং এটা আপনার জন্য শাপে বর হতে পারে ! কারণ কান্নাতেই যে লুকিয়ে আছে সুখ ! অবাক হচ্ছেন ? আজ্ঞে হ্যাঁ ! কান্নাতেই যে মন হয় হাল্কা , উধাও হয়ে যায় মনের অন্দরে জমে থাকা যাবতীয় রোগ-যন্ত্রণা।

Lifestyle : কথায় কথায় চোখে জল আসে ? এটা কিন্তু আপনার দুর্বলতা নয় ! আপনি এই ‘বিশেষ’ গুণের অধিকারী

Read More : Street Food : অবিশ্বাস্য কম দামে কাবাব থেকে বাটার ফ্রাই চিকেন সহ নানা লোভনীয় পদ , জমে উঠেছে ডায়মন্ড হারবারের সান্ধ্যকালীন ‘ফুড কর্নার’

এদের ইমোশনাল কোশেন্ট তুলনামূলক বেশি হয়। এরা বন্ধু হিসাবেও ভালো , সকলকে আপন করে দেওয়ার ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান। বন্ধুত্বের আবেগ এদের কাছে এতটাই মূল্যবান যে চোখ ফেটে কান্না বেরিয়ে আসবার মুহূর্তেও হাসিতেও বন্ধুকে ভরিয়ে রাখে। তবে জানেন কি এই মানসিকতার লোকজন কিন্তু অনেক পরোপকারী হয়ে থাকেন , এরা কোন ব্যাপারে না বলতে পারেন না , কেউ কোন সাহায্যের কথা বললে সাথে সাথেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় , সহানুভূতির হাত বাড়াতে দ্বিধাবোধ করে না কখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *