Bangla24x7 Desk : ঐন্দ্রিলার সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছোন মদন মিত্র। ঐন্দ্রিলার পরিবার ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে শুধু মদন মিত্রই নন, ঐন্দ্রিলার সঙ্গে দেখা করতে এই কয়েকদিনে হাসাপাতলে অনেকেই গিয়েছেন বলে খবর। এদিন হাওড়ার হাসপাতালে মদন মিত্রকে কালো ধুতি পাঞ্জাবিতে দেখা যায়, সঙ্গে পরেছিলেন নীল জওহর কোট এবং পায়ে স্নিকার্স। মদকে ঘিরে ছিল কঠোন নিরাপত্তা বেষ্টনী।
শুক্রবার রাতেই ঐন্দ্রিলার প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, ঐন্দ্রিলা ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে, ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অভিনেত্রী। তবে শনিবার সকালে হাসপাতাল সূত্রে এল অন্যরকম খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ঐন্দ্রিলা এখনও ১০০% ভেন্টিলেশনেই রয়েছেন। ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ বজায় রাখার চেষ্টা চলছে। তবে ওষুধের মাধ্যমে তাঁর রক্তচাপ এখনও স্থিতিশীল রয়েছে। তাঁর জিসিএস কোমাস্কোর এখনও ৫, অর্থাৎ গভীর কোমায় রয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতা নিউরো সাইন্স এবং SSKM-এর স্নায়ুরোগ বিশেষজ্ঞরা দেখেছেন ঐন্দ্রিলাকে।