Bangla24x7 Desk : ফুটবল বিশ্বকাপে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমত দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু মদন মিত্রের সেই ফুটবল বিশ্বকাপ সফর পিছিয়ে গেল। মমতার নির্দেশে ফুটবল বিশ্বকাপে যাওয়া পিছল মদনের! বিশ্বকাপে যাওয়ার বদলে বিধানসভায় থাকতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ২৩ তারিখ পর্যন্ত কলকাতায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী।

কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর আর পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশন – দুইই শুরু হওয়ার কথা প্রায় একই সময়ে। কোনটা বাদ দিয়ে কোনটায় থাকবেন, সেই দ্বন্দ্ব কাটিয়ে ওঠা বড়ই মুশকিলের ছিল। তাই তো নিজের ইচ্ছা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন সর্বময় নেত্রীর উপর। ইচ্ছের কথা জানিয়ে আবেদন করেছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও স্পিকার মদন মিত্রকে জানিয়েছেন, ২১ তারিখ যাওয়া চলবে না। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, অধিবেশনের তিনটি দিন বিধায়ক অধিবেশনে যোগ দেবেন। প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন তারই মধ্যে। এরপর ২৪ তারিখ ভোরে কাতার রওনা হবেন। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাতার মহারণ দেখবেন।

১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথম দিন সূচনার পর সপ্তাহান্ত পড়ায় কাজের দিন শুরু হবে সোমবার, ২১ নভেম্বর থেকে। ওইদিনই কাতার যাওয়ার কথা ছিল মদন মিত্র। তাঁর ক্রীড়াপ্রেমের কথা কে না জানে? রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর সামলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক  । বিশ্ব ফুটবলের যে একনিষ্ঠ দর্শক তিনি – সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতিতে নিজের পছন্দমতো দিনে সফর করতে পারছেন না। তবে একটু দেরিতে যাওয়ার জন্য আক্ষেপ নেই তেমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *