Bangla24X7 Desk : প্রায় ৬ মাস পরে এল সেই ক্ষণ! যখন পার্থ-অর্পিতা একে অপরকে গুগল মিটে একসঙ্গে দেখলেন। এই প্রথম আদালতে ভিতরে ভার্চুয়ালি কানেক্ট করা হল দু’জনকে। স্ক্রিনে তখন একদিকে আদালতের ছবি, অন্যদিকে বাঁ দিকের উপরের কোনায় হলুদ কুর্তি পরে বসে অর্পিতা মুখোপাধ্যায়। আর নিচে নীল হাফ হাতা জামা পরে পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার চুল টেনে বাঁধা। শুনানি চলছে ভরপুর কোর্টে। কিন্তু অপা তখন মজেছিলেন একে অপরের সঙ্গে।

মঙ্গলবার ঘড়ি কাঁটায় তখন দুপুর ২.৫০ মিনিট। স্ক্রিনে ভেসে উঠল পার্থ-অর্পিতার মুখ। একে অপরকে এতদিন পরে দেখে তখন খানিক স্বস্তি মিলেছে। লাজুক হাসি হেসে একে অপরকে জিজ্ঞাসা করলেন ‘ভাল আছ?’ অর্পিতারও তখন একই প্রশ্ন ‘ভাল আছেন?’ ইশারায় পার্থর উত্তর ‘ভাল আছি।’ ঘড়ির কাঁটায় তখন ২.৫৪ মিনিট। পার্থ ইশারা করে অর্পিতার থেকে জানতে চান, খেয়েছেন কিনা। অর্পিতা জানান, খেয়েছেন। পাল্টা একই প্রশ্ন ছুঁড়ে দেন পার্থর দিকে। পার্থ জানান ‘হ্যাঁ খেয়েছি’। অর্পিতা ইশারায় জিজ্ঞেস করেন ‘শুনতে পাচ্ছ? পার্থ জানান ‘না’ ইশারা করে পাল্টা একই প্রশ্ন পার্থ করেন অর্পিতাকেও। অর্পিতাও যে তাঁর কথা শুনতে পাচ্ছেন না তা স্পষ্ট জানান। এরপর অর্পিতার দিকে জিভ বের করে খুনসুটিতে মেতে ওঠেন, তা দেখে হেসে ফেলেন অর্পিতা।

এ দিকে, তখনও অর্পিতা উত্তর পান্নি। তাই ফের অর্পিতা প্রশ্ন করেন খেয়েছেন কিনা? এরপর পার্থ অর্পিতার দিকে বুকে হাত রেখে দেখান। সেই সময়েও হাসছিলেন অর্পিতা। ৩:0৮ মিনিট নাগাদ পার্থ নিজের নীল রংয়ের হাফ হাতা খাটো ঝুলের পাঞ্জাবি দেখিয়ে কেমন দেখতে জানতে চান, অর্পিতা মাথা নেড়ে ভাল লাগছের ইঙ্গিত দেন। ৩.১০ মিনিটে ফের অর্পিতা মুখোপাধ্যায় প্রাক্তন মন্ত্রীর থেকে ইশারায় জানতে চান চা খেয়েছেন কিনা। ঠিক সেই সময় পার্থ বুকের বাঁ দিকের আঙুল দিয়ে কিছু লেখার ইশারা করেন। এরপর ৩.১১ মিনিটে ফের লাজুক হাসির বিনিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *