Bangla24x7 Desk : শোনা যাচ্ছে, মা হতে চলেছেন মালাইকা আরোরা। অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনার মাঝে বলিউড সুন্দরীর মাতৃত্বের গুঞ্জনে স্বাভাবিকভাবেই বি টাউন তোলপাড়। তবে জল্পনায় জল ঢাললেন অর্জুন কাপুর। বি টাউনে কান পাতলে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার অসমবয়সি প্রেম নিয়ে কম কথা শোনা যায় না। তারই মাঝে মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে যে আলোচনা হবে, তা আর নতুন করে বলার কী-ই বা আছে।
মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে একদল অবাক হয়েছেন। আবার সমালোচকরা ভ্রূ কুঁচছে তেমনই আবার কেউ কেউ মালাইকার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছাও জানাতে শুরু করেছিলেন। ঠিক এই পরিস্থিতিতেই নীরবতা ভাঙেন মালাইকা ও অর্জুন । ওই সাংবাদিকদের ডেকে কার্যত একহাত নেন অর্জুন। মালাইকা মা হচ্ছেন না, সাফ জানান বলিউড সুন্দরীর ‘প্রেমিক’। এই ধরনের ‘ভুয়ো’ খবরকে আবর্জনার সঙ্গে তুলনা করেন। সাংবাদিকের উদ্দেশে তাঁর বার্তা, “তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আর কত নিচে নামবেন?”