Bangla24x7 Desk : ২০১৪ টেট চাকরিপ্রার্থীদের তালিকায় বড়সড় চমক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত তালিকায় নাম রাজনীতিকদেরও। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক। আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম। তা নিয়ে রীতিমতো শোরগোল সর্বত্র।

প্রাথমিকে যোগ্যতা নির্ধারণের পরীক্ষা অর্থাৎ টেট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তীরা! সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় এমনই কয়েকটি নাম রয়েছে। ওই নামে পরীক্ষার্থী থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু, কাকতালীয় ভাবে ওই নামের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আরও কয়েক জন রাজনীতিকের নামের মিল রয়েছে।

রাজনীতিকদের নাম থাকা এই তালিকা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই জোর শোরগোল শুরু হয়েছে। টেট আদতে ‘ভূতুড়ে কাণ্ড’ বলেই দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো রসিকতার ছলে আক্রমণ করে রাজ্য সরকারকে। তাঁর কথায়, “আবেদন না করে চাকরি পাওয়া গেলে ভালই। আমি চাই কালীঘাটের কাছাকাছি কোনও স্কুলে আমাকে শিক্ষকের চাকরি দেওয়া হোক।”

গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই তালিকা। ১ হাজার ৮৩২ পাতার ওই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে। সেই তালিকাতেই রয়েছে এমন সব নাম। যেমন ওই তালিকায় ৫ বার পাওয়া গিয়েছে অভিষেক ব্যানার্জির নাম। ১ বার পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারের নামও রয়েছে ২ বার। এমনকি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। আবার রয়েছে অমিত শাহের নাম।

তালিকাটি প্রকাশ্যে আসার পর জানা যায় , সেখানে থাকা কিছু নামের সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে রাজ্যের কয়েক জন রাজনীতিকের নামের। যা কাকতালীয় বলেই মনে করা হচ্ছে। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘‘আমাদের ওয়েবসাইট হ্যাক করা হতে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *