Bangla24x7 Desk : Ganguly : অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চোখে “মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন সরল মহিলা। দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গিয়েছেন। কংগ্রেসের বীরেরা যখন পালিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।”
বিচারপতির সংযোজন, “অনেকবার তাঁকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল ভোটের বাক্সে। তাঁরা গর্জন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। আর সরল যেটা বলছি, তিনি তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনও আক্রমণ করি না।” ২০২৩ সালের ১৭ জুলাই এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। এখনও তেমনটাই বিশ্বাস করেন বলেই জানালেন তিনি।
Ganguly : ‘নিজে মাথায় লাঠি খেয়েছেন’ – বিচারপতি গাঙ্গুলীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
Didi Number 1 : লোকসভায় তৃণমূলের বাজি ‘দিদি নম্বর ১’ রচনা ! দিদি নিজেই জানাবেন – বলছেন অভিনেত্রী
After Marriage : বিয়ের পর মাথা ঝুঁকিয়ে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম ! স্রোতের উল্টো দিকে হাঁটলেন যুবক
Kunals Tweet : শাহজাহান গ্রেপ্তার ! ‘সেনাপতি’ অভিষেককে কেন ক্রেডিট দিচ্ছে শাসক তৃণমূল ? টুইট কুণালের
অনান্য খবর : – ৫ মিনিটের চার্জে ৪০ ঘন্টা ব্যাকআপ , Redmi Buds 5 ইয়ারবাডের দাম আপনার নাগালের মধ্যেই
কানেকশনের জন্য, এই ইয়ারবাড গুলিতে ডুয়াল ডিভাইস স্মার্ট কানেকশন, ব্লুটুথ 5.3 লো এনার্জি, গুগল ফাস্ট পেয়ার এবং টাচ কন্ট্রোলের মতো ফিচারগুলি ব্যবহার করা হয়েছে। এই ইয়ারবাড গুলিতে চার্জ করার জন্য টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং কোম্পানির দাবি যে এটি মাত্র 5 মিনিট চার্জ করলে ব্যবহারকারীরা 2 ঘন্টা গান শুনতে পারবেন। ডিভাইসটিকে ধুলো, ময়লা, ঘাম বা জলের স্প্ল্যাশ থেকে রক্ষা করতে কোম্পানি IP54 ধুলো এবং স্প্ল্যাশপ্রুফ প্রযুক্তি ব্যবহার Continue Reading