Bangla24x7 Desk : “নন্দীগ্রামে ওঁকে হারিয়েছি। গণতান্ত্রিক উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাব।” কুরনগরে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সৌজন্য রাজনীতি ভুলে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
শুক্রবার সৌজন্য রাজনীতির সাক্ষী ছিল বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা। সেখানে নাকি মুখ্যমন্ত্রীকে প্রণাম করেছিলেন বিরোধী দলনেতা। এরপরই তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্ব নিয়ে চর্চা শুরু হয়েছিল। শনিবার মতুয়া ঠাকুরনগরে দাঁড়িয়ে শুভেন্দুর দাবি, “প্রমাণ করুন (মুখ্যমন্ত্রীকে) প্রণাম করেছি। আমি সৌজন্যের রাজনীতি জানি, আবার বিরোধিতাও জানি।”
পুরনো সভার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার দাবি, “উনি কিছুদিন আগে বলেছিলেন, বাংলার টাকা আটকাতে বিরোধী দলনেতা চিঠি দেন। কাল সেই কথা গিলেছেন (মুখ্যমন্ত্রী)। স্নেহের ভাই বলে উল্লেখ করেছেন। আসলে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন।” এরপরই তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।