Bangla24x7 Desk : সকালে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়ে নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। তার উত্তর আসে এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ। সেখানে সাফ জানানো হয়, বৈঠক হতে পারে। কিন্তু, আসতে পারবেন ১২ থেকে ১৫ জন জুনিয়র চিকিৎসক। আসতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এবার সেই চিঠির পাল্টা চিঠি দিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এই শর্ত মানলেই তবে বৈঠকে যোগ দিতে রাজি জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবের চিঠির পরেও নতুন শর্ত জুনিয়র ডাক্তারদের। ১২-১৫ জন নয়, ৩০ জন নিয়েই আসতে চায় জুনিয়র চিকিৎসকেরা। সঙ্গে দেওয়া হয়েছে আরও চার শর্ত। তাঁদের স্পষ্ট দাবি, গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সঙ্গে তাঁদের আগে থেকে বেঁধে দেওয়া পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। বৈঠকে থাকতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়াকে। ইতিমধ্যে নবান্নে পাঠানো ই-মেলে এই পাঁচ দফা দাবির কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানাচ্ছেন, যদি বৈঠক হয় তাহলে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির ৩০ জন সদস্য যাবে এই বৈঠকে যাবে।

আন্দোলনকারীদের তরফে কিঞ্জল নন্দ বলছেন, “যে মিটিংয়ের প্রস্তাব এসেছে সেখানে গেলেও আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছাব না। মিটিং শেষে আমরা আমাদের অবস্থান মঞ্চে পৌঁছাব। তারপর এখানে সকলের সঙ্গে কথা বলব। তারপর আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ নিয়ে আমাদের মতামত জানাব।”  অন্যদিকে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন এক জনই। সিবিআই তদন্তভার নেওয়ার পর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় একাধিক গ্রেফতারি হলেও, ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের সংখ্যা এক জনই। এই পরিস্থিতিতে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে আরও গতি আনতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে ডাকা হয়েছে আরজি কর হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে। ইতিমধ্যে, সিবিআই অফিসে পৌঁছে গিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে সংশয়ের কথা উঠে এসেছিল জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর গলায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও ময়নাতদন্ত নিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন। সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, এই ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সিবিআই তদন্তভার নিয়েছে পাঁচ দিন পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *