Bangla24x7 Desk : সজনেখালিতে মমতা , গোসাবায় জনসভা , তবে কি সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্তে শীঘ্রই শিলমোহর ? যদিও দক্ষিণ ২৪ পরগনা যাওয়ার সূচি সরকারি সূত্রে জানা যায়নি। ২৯ নভেম্বর সজনেখালি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখ যাওয়ার পর গোসবার মাঠে জনসভা করবেন। ৩০ তারিখ লঞ্চে করে নদী ভাঙন ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে ব্লক রয়েছে ১৯ টি। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। আর উত্তর ২৪ পরগনার মধ্যে বাকি যে ছটি ব্লক থাকবে তা নিয়ে তৈরি হতে পারে বসিরহাট জেলা। সজনেখালি সফরে এই নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *