Bangla24x7 Desk : মমতাই অনুপ্রেরণা বিজেপির ! জনগণের কাছে পৌঁছতে এবার ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচী সাংসদ সুকান্ত মজুমদারের। ‘দিদির দূত’-এর পাল্টা! এবার নিজের লোকসভা কেন্দ্রের পাড়ায় পাড়ায় ঘুরবেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মূলত তাঁর লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে এবং সরকারি সমস্ত পরিষেবা তাঁদের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ কর্মসূচি নিয়েছেন বালুরঘাটের সাংসদ। এই কর্মসূচির পুরোটাই তাঁর মস্তিষ্ক-প্রসূত বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামী লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেই যে সুকান্তর এই কর্মসূচি বলে দাবি রাজনৈতিক মহলের।
ইতিমধ্যে এই কর্মসূচির কথা জানিয়ে তাঁর লোকসভা কেন্দ্রে পোস্টার পড়তে শুরু করেছে। ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার থেকেই এই কর্মসূচি শুরু করছেন সুকান্ত মজুমদার। তাঁর প্রথম কর্মসূচি রাখা হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দৌড়গঞ্জ এলাকায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচি নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অভিনব দিদির সুরক্ষা কবচ কর্মসূচী শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যার মাধ্যমে দিদির দূতরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে তাদের সমস্যার কথা শুনছেন। অনেক ক্ষেত্রে তা সমাধানও করে দিচ্ছেন দিদির দূতরা। তবে তৃণমূলের এই কর্মসূচী প্রথম থেকেই বিক্ষোভের মুখে পড়লেও সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে তা জানা যাবে নির্বাচনের ফলাফলে।