Bangla24x7 Desk : জন্মের পরেই আধারের তালিকাভুক্ত হয়ে যাবে নবজাতক! আবার যখন বিয়ের পিড়িতে বসবে, তখনও লাগবে আধার কার্ড ? জালিয়াতি রুখতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

আত্মীয়-পরিজনের উপস্থিতিতে চিরাচরিত পদ্ধতিতে বিয়ে করেন অনেকেই। কিন্তু আইনি বৈধতা পেতে গেলে বিয়ে নথিভুক্তকরণ ও প্রয়োজন। উত্তরপ্রদেশে বিয়ে নথিভুক্ত করার জন্য স্ট্যাম্প ও রেজিস্ট্রিশনের বিভাগে আবেদন করতে হয় নবদম্পতিকে। এরপর বর-কনের পরিচত্র, বয়স ও বাসস্থান সংক্রান্ত নথি দেখে বিয়ের আইনি স্বীকৃতি দেন বিভাগীয় অধিকারিকরা। এমনকী, যাঁরা বিয়ে করেন. তাঁদের হলফনামাও দিতে হয় আদালতে। তাহলে আধার কার্ড কেন ?

প্রশাসন সূত্রে খবর, বিয়ে নথিভুক্ত করার ক্ষেত্রে যদি আধার কার্ড বাধ্যতামূলক করা না হয়, তাহলে জালিয়াতির আটকানো যাবে না। এ বিষয়ে ইতিমধ্যেই বৈঠকও সেরে ফেলেছেন পদস্থ আধিকারিকরা। আধার কার্ড এবার আর বিয়ে করা যাবে না যোগীর রাজ্যে ! সরকারি সূত্রে খবর, ৫ বছর পর্যন্ত শিশুদের জন্য বায়োমেট্রিকসের কোনও প্রয়োজন নেই। সেক্ষেত্রে মুখের ছবি ও অভিভাবকদের আধারের সঙ্গেই সন্তানদেরও যুক্ত করা হবে।

এরপর শিশুর যখন ৫ বছর বয়স হবে , তখন আধারের তালিকায় সংযুক্ত করা হবে তার বায়েমেট্রিকস।  কেন্দ্র ও রাজ্য সরকারি মিলিয়ে হাজারেরও বেশি প্রকল্পের সুবিধা পেলে  আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক। ভারতে এখনও পর্যন্ত ১৩৮ কোটি মানুষ আধারে তালিকাভুক্ত। গত বছর আধার আপডেট ও সংযুক্তিকরণ করা হয়েছে  ২০ কোটি মানুষের। নতুন নথিভুক্তকরণের সংখ্যা ৪ কোটি। সেই তালিকায় রয়েছে নবজাতকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *