Bangla24x7 Desk : ফের ছত্তিশগড়ে নাশকতা চালাল মাওবাদীরা। তাদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ডিআরজির তিন জওয়ান। গুরুতর জখম আরও দুই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমা জেলায়।আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এদিন সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছিল সেই সময় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোঁড়ে মাওবাদীরা। পালটা জবাব দেয় তারা। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। দুজন জখম হয়েছেন। বড়সড় ক্ষতি হয়েছে মাওবাদীদের।

ইতিপূর্বে গত ৫ ফেব্রুয়ারি নক্সাল হামলায় বিজেপির স্থানীয় নেতার মৃত্যু হয়। এবার তল্লাশি চলাকালীন মাওবাদীদের হামলায় প্রাণ গেল ৩ জওয়ানের। ছত্তিশগড়ে সুকমা জেলা নকশাল উপদ্রুত এলাকা। এদিনও জাগরগুন্ডা ও কুন্ডেড জেলার মাঝামাঝি এলাকায় ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্সের উপর হামলা চালায় মাওবাদীরা। এমনটাই জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। পুলিশ মৃতদের পরিচয় জানিয়েছেন। মৃতরা হলেন- এএসআই রামুরাম নাগ, অ্যাসিট্যান্ট কনস্টেবল কুঞ্জম জোগা ও সৈনিক ভঞ্জম ভীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *