Marriage Age : ভারতে ১৮ বছর বয়সে আর বিয়ে হবে না মেয়েদের !

Bangla24x7 Desk : Marriage Age : ভারতে ১৮ বছর বয়সে আর বিয়ে হবে না মেয়েদের !  ! আর নয় পুরানো নিয়ম , চালু হল নতুন বিধি। আর ১৮ বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের! বদলাচ্ছে সমাজও। যদিও , বর্তমানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ আর পুরুষদের ক্ষেত্রে ২১। এর কম বয়সে বিয়ে হলে, তা বাল্যবিবাহ বলে বিবেচিত হয়, যা বেআইনি। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স (এনসিএএসি) ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে বৈঠক।  আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রের খবর।

বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিলের মূল উদ্দেশ্য হল, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬-এর সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করা। আগামী ২২ নভেম্বর এই বিষয়ে আলোচনা করবে ওই কমিটি। বিয়ের ক্ষেত্রে ‘অভিন্নতা’ আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায়। আর নয় পুরানো নিয়ম , চালু হল নতুন বিধি। আর ১৮ বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের! বদলাচ্ছে সমাজও। যদিও , বর্তমানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ আর পুরুষদের ক্ষেত্রে ২১। এর কম বয়সে বিয়ে হলে, তা বাল্যবিবাহ বলে বিবেচিত হয়, যা বেআইনি। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স (এনসিএএসি) ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে বৈঠক।  আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রের খবর। 

Marriage Age : ভারতে ১৮ বছর বয়সে আর বিয়ে হবে না মেয়েদের !

Read More : Shiv Mandir : আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন , মনোমুগ্ধকর ডায়মন্ড হারবারের শিব মন্দির

কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স (এনসিএএসি) ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে বৈঠক।  আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রের খবর।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *