Marriage Lifestyle : বিয়ের পর কেন মেয়েরা মোটা হয়ে যায় ? আপনি যে কারণ ভাবছেন সেটা একেবারেই নয়

Bangla24x7 Desk : Marriage Lifestyle : বিয়ের পর কেন মেয়েরা মোটা হয়ে যায় ? আপনি যে কারণ ভাবছেন সেটা একেবারেই নয়। বিয়ে – সাত পাকে বাঁধা , শুভদৃষ্টি , হস্তবন্ধন , সিঁদুরদান। বলা হয় বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন। একে অপরের সাথে সারাজীবন থাকার অঙ্গীকার। জীবনে পরম বন্ধু পাওয়া। বিয়ে মানেই আমরা এগুলোই জানি। কিন্তু একটা বিষয় জল্পনার আকারে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে , যেটা হল বিয়ের পর মেয়েরা মোটা কেন হয়ে যায় ? না!  আর আপনি বা আপনারা যা ভাবছেন সেটা একেবারেই নয়। বরং এর পিছনে রয়েছে আসল কারণ।

আমরা প্রায়শ দেখি বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে , মোটা হয়ে যায় তারা। এমনকি খুব রোগা মহিলাও বিয়ের পর মোটা হয়ে যায়। যদিও বিয়ের পর ওজন বাড়ার বিষয়টিকে ইংরাজীতে লাভ ওয়েট বলা হয়। আসলে বিয়ের পর খাদ্যাভ্যাস থেকে শুরু করে খাওয়া-দাওয়ার ধরন – পাল্টে যায় সবকিছুই। বিয়ের পর নতুন সংসার – মেয়েদের ঘাড়ে এসে পড়ে নতুন সংসারের দায়িত্ব। আপনি ভাবছেন যে , বিয়ের পর স্বামী স্ত্রীর শারীরিক মিলন মেয়েদের ওজন বৃদ্ধির কারণ ? এটা একেবারেই ভিত্তিহীন। এর কোন সারমর্ম নেই। খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বিশেষ করে মিষ্টি ও পনিরজাতীয় খাবারের প্রতি চাহিদা বাড়ে। বিয়ের পর চাপ বাড়ে ঘুম কমে যায়। ফলে মোটা হয় মেয়েরা। জেনে রাখুন , বিয়ের পর নারী পুরুষ – উভয়েরই ওজন বৃদ্ধি ঘটে।

Marriage Lifestyle : বিয়ের পর কেন মেয়েরা মোটা হয়ে যায় ? আপনি যে কারণ ভাবছেন সেটা একেবারেই নয়

Read More : Probashe Ghorkonna : মার্কিন মুলুকে দৈনিক জীবনযাত্রার ভ্লগ – ইউটিউবে ঝড় তুলেছেন ‘প্রবাসে ঘরকন্নার’ মহুয়া

আমরা প্রায়শ দেখি বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে , মোটা হয়ে যায় তারা। এমনকি খুব রোগা মহিলাও বিয়ের পর মোটা হয়ে যায়। যদিও বিয়ের পর ওজন বাড়ার বিষয়টিকে ইংরাজীতে লাভ ওয়েট বলা হয়। আসলে বিয়ের পর খাদ্যাভ্যাস থেকে শুরু করে খাওয়া-দাওয়ার ধরন – পাল্টে যায় সবকিছুই। বিয়ের পর নতুন সংসার – মেয়েদের ঘাড়ে এসে পড়ে নতুন সংসারের দায়িত্ব। বিয়ের পর খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বিশেষ করে মিষ্টি ও পনিরজাতীয় খাবারের প্রতি চাহিদা বাড়ে। বিয়ের পর চাপ বাড়ে ঘুম কমে যায়। ফলে মোটা হয় মেয়েরা। জেনে রাখুন , বিয়ের পর নারী পুরুষ – উভয়েরই ওজন বৃদ্ধি ঘটে।