Bangla24x7 Desk : বিয়ে হতে না হতে বিচ্ছেদের সিদ্ধান্ত ! আসলে বরের স্থান-কাল-পাত্র বোধ নেই, বলছেন কনে। এমনকী যুবকের চরিত্র নিয়েও সন্দিহান তিনি। কেন এমনটা বলছেন তরুণী ? আসলে ভরা বিয়ের আসরে অতিথিদের সমানেই কনেকে চুমু খান বর মশাই। এতেই বেজায় ক্ষিপ্ত হন কনে। এমনকী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশকে তরুণী জানিয়ে দিয়েছেন , এমন বরের সঙ্গে কোনও মতেই ঘর করতে চান না তিনি।
ঘটনটি উত্তরপ্রদেশের সাম্ভালের। গত ২৬ নভেম্বরে বিয়ে হয় দম্পতির। গোলমাল বাধে ২৮ নভেম্বরে। পাভাসা গ্রামে ওইদিন ছিল বিয়ে পরবর্তী নাচ-গান খাওয়াদাওয়ার আয়োজন। সেই অনুষ্ঠানে বাড়ি ভরতি লোকের সামনে অতর্কিতে কনেকে চুমু খান বর। যা একেবারে পছন্দ হয়নি কনের। ওই মুহূর্তে প্রতিবাদ জানান তরুণী। অনুষ্ঠানস্থল ছেড়ে নিজের ঘরে চলে যান। বাড়ির লোকেরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও কনের রাগ পড়েনি।
নতুন বরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরজি জানান তরুণী। যদিও বর বাবাজি অন্য দাবি করেছেন। তিনি জানান, চুমুর ব্যাপারটা পূর্বপরিকল্পিত ছিল। সবটাই নাকি জানা ছিল কনের। পুলিশকে তিনি জানান, স্ত্রীর সঙ্গে তাঁর শর্ত হয়েছিল। “অতিথিদের সামনে যদি ওকে চুমু খেতে পারি, তবে ও আমায় দেড় হাজার টাকা দেবে। আমি যদি তা না পারি, তা হলে আমি ওকে ৩ হাজার টাকা দেব।”