Bangla24x7 Desk : ত্রাতা মার্টিনেজ , লাওতারোর জয়সূচক গোল – চিলির বিরুদ্ধে জিতে কোপার শেষ আটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও এদিনের চিলির বিরুদ্ধে ম্যাচেও গোল পাননি আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি। মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে শেষ অবধি ১-০ ব্যবধানে জিতে শেষ আটে উঠল নীল-সাদা জার্সিধারীরা। কোপা আমেরিকায় জয়ের ধারা বজায় রাখল আর্জেন্টিনা। গ্রুপ-এ-তে এই নিয়ে জোড়া জয়ের ফলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল গত বারের চ্যাম্পিয়নরা। কানাডার বিরুদ্ধে লিও মেসি গোল নষ্ট করেছিলেন। এদিনও এলএম ১০ সুযোগ নষ্ট করেন। অবশ্য তাঁকে বন্দি করে রেখে দিয়েছিল চিলি। কড়া নজর এড়িয়েও ৩৬ মিনিটে মেসির শট চিলির পোস্টে লেগে প্রতিহত হয়। পরে আবার ৬৮ মিনিটে তিনি সুযোগ নষ্ট করেন। 

নিউ জার্সির এই মাঠেই ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হার মেনেছিল আর্জেন্টিনা। তার পরে অবসর ঘোষণা করেছিলেন লিও মেসি। তার পরের ঘটনা ইতিহাস। সেই অভিশপ্ত মেটলাইফ স্টেডিয়ামেই চিলিকে মাটি ধরিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গতবারের কোপা চ্যাম্পিয়নরা। দিনান্তে স্বস্তির জয়ে হাসছেন মেসিরা। আর্জেন্টিনাকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। বক্সের ভিতরে জটলা থেকে বল পেলে গোল করেন মার্টিনেজ। এ গ্রুপে দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। এখনও অবশ্য একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। পেরুর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে স্কালোনির দল। 

৭০ মিনিটে খেলার ছবি বদলে যেতে পারত। আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ ত্রাতা হয়ে ধরা দেন। গতবারের কোপা থেকে কাতার বিশ্বকাপ, এবারের কোপাতেও মার্টিনেজ নীল-সাদা জার্সিধারীদের বারের নীচে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। দুটো ম্যাচ খেলে ফেললেও গোল হজম করেনি গতবারের কোপা চ্যাম্পিয়নরা। সৌজন্যে এমি মার্টিনেজ। ৩৭তম জন্মদিন পালন করার পর চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে নেতৃত্বে নামেন লিওনেল মেসি। ৮২ হাজার দর্শকের সামনে আর্জেন্টিনা-চিলি ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। কানাডার পর চিলির বিরুদ্ধে গোলের সুযোগ নষ্ট করেছেন লিও মেসি। ৩৬ মিনিটে ৩০ গজ দূর থেকে শট নেন মেসি। পোস্টে লেগে বল বাইরে চলে যায়। কানাডার বিরুদ্ধে তিনি নিজে গোল না করলেও, জোড়া গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্য করেছিলেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *