Bangla24X7 Desk : আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী বিষয় তাঁদের মধ্যে কথা হয়েছে, তা অজানা। এ বিষয়ে রাজভবন কোনও প্রেস নোট দেয়নি। মুখ্যমন্ত্রীও কিছু জানাননি। তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন হোলির শুভেচ্ছা জানাতে। সূত্রের খবর, রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীর অপসারণের পর সেই জায়গায় আরও তিনজনের নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী তা নিয়েই আলোচনা করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চান। সময় মেলার পরই তিনি কালবিলম্ব না করে পৌঁছে যান রাজভবনে। তখন বিকেল ৫টা। মুখ্য়মন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। এরপর সাড়ে ৫টা পর্যন্ত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রুদ্ধদ্বার বৈঠক করেন বলে খবর। সেখান থেকে বেরিয়ে সরাসরি বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বলেন, হোলির শুভেচ্ছা জানাতে তিনি রাজভবনে গিয়েছিলেন। রাজ্যে হাজারও রাজনৈতিক ডামাডোলের মাঝে কি শুধুই হোলির শুভেচ্ছা জানাতেই তড়িঘড়ি এদিন রাজভবনে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।