Bangla24x7 Desk : গত ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ , খোঁজ মিলছিল না একই পরিবারের তিন জনের। নিখোঁজ ছিলেন বাবা , মা ও ছেলের। প্রতিবেশীরা দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। অবশেষে এদিন দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধান জমিতে জল-কাদার মধ্যে তিনজনের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মৌখালি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় তিন জনের নিথর দেহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , মগরাহাটের মৌখালি এলাকআর বাসিন্দা বছর ষাটের জগদীশ বিশ্বাস , বছর পঞ্চান্নর শান্তি বিশ্বাস ও বছর পঁচিশের মানবেশ বিশ্বাস। অতি সাধারণ কৃষিজীবী পরিবার , চাসবাস করেই চলত তাঁদের সংসার। কিন্তু আচমকা একই সাথে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু ! আবার মৃত্যুর ২৪ ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যাওয়া – স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান , “বাড়ি থেকে বাগান পর্যন্ত সম্প্রতি কিছু কাজের জন্য বিদ্যুতের তার টানা হয়েছিল। সেই তার থেকে বিদ্যুৎপৃষ্ট হতে পারেন। ইতিমধ্যেই সেই তার উদ্ধার হয়েছে। তদন্ত চলছে” ।
ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ সম্পর্কে অনেকটাই স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। কিন্তু, একযোগে তিনজনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা। শোকের ছায়া গোটা এলাকায়।