Bangla24x7 Desk : বাংলা টেলিভিশনে এই মুহূর্তে জনপ্রিয় নায়িকাদের নাম উঠে এলে প্রথম সারিতেই উঠে আসবে সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ সকলের প্রিয় মিঠাইরানীর নাম। জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরেই সৌমিতৃষার জনপ্রিয়তা শিখরে উঠেছে। ঠিক যেভাবে বাংলার টেলিভিশন প্রেমী দর্শকদের কাছে মিঠাই ধারাবাহিকটি জনপ্রিয়তা অর্জন করেছে একইভাবে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী ও বেশ জনপ্রিয় হয়েছে।
তাকে প্রায়শই নানা রকমের পোশাকে নিজের ছবিটিতে দেখা যায়। সম্প্রতি দেখা গেল দীপাবলীর রাতে নিজের সাবেকি পোশাকে ধরা দিতে। যেখানে তার ছবি দেখে মুগ্ধ হয়েছে সকলে। যা দেখে রীতিমত প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা। প্রসঙ্গত কালী পুজোতেও তিনি ব্যস্ত। এক প্রতিমা উদ্বোধনে দেখা গেল তাকে। সেখানেই সরু ফিতের সবুজ ব্লাউজ এর সঙ্গে লাল টকটকে শাড়িতে দেখা গেল মিঠাই রানীকে। সঙ্গে খোপা করা চুল এবং তাতে লাল গোলাপ। তার সাথে আবার গলায় জড়োয়ার হার। এই রূপে জাদু করেছেন নেট দুনিয়ায়। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।